শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১২:২৮

‘দরজা খুলে ভিডিও করায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি’

‘দরজা খুলে ভিডিও করায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি’

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রেজু নদী সংলগ্ন সাগর মোহনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর একজন মারা যান। আহত হন পাইলটসহ বাকিরা।

আহত পাইলটের বরাত দিয়ে বিমানটির কর্তৃপক্ষ বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খোরশেদ আলম জানিয়েছেন, নিহত শাহ আলম হেলিকপ্টারের দরজা খুলে ভিডিও করার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।

খোরশেদ আলম বলেন, ‘ইনানীর স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসাধীন আমাদের উইং কমান্ডার শফিকুল ইসলাম আমাকে জানিয়েছেন, নিহত (শাহ আলম) হেলিকপ্টারের দরজা খুলে ভিডিও করলে পাইলট তাকে নিষেধ করেন। কিন্তু তিনি পাইলটের কথা অমান্য করেই দরজা খোলা রেখে ভিডিও করছিলেন।’

খোরশেদ আলম জানান, ওই সময় পাইলট শাহ আলমকে বলেন, ‘ভিডিও যখন করতে চান তাহলে নিচের দিকে যাই।’

“এভাবে সাগরের ওপর থেকে নামতে গিয়ে সাগরের পানির পাশেই বালুতটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।”

শুধু পাইলটের বলা এ কথার ওপর ভরসা করে বসে না থেকে নিজেরাই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বের করবেন বলে জানান মেঘনা এভিয়েশনের সিইও।

তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে এ ঘটনাকেই দেখা হচ্ছে বলে তিনি জানান।

ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে কক্সবাজারে নামিয়ে ফেরার পথেই দুর্ঘটনায় বিধ্বস্ত হয় মেঘনা এভিয়েশনের যাত্রীবাহী হেলিকপ্টারটি।
১৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে