শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৯:১৪

আজ সড়কে প্রাণ গেল ১৭ জনের

আজ সড়কে প্রাণ গেল ১৭ জনের

নিউজ ডেস্ক : আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ জনের।  শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায়  ১৭ জন নিহত হন।  আহত হয়েছেন অন্তত ৩৪ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, টাঙ্গাইলে ৫ জন ও মাদারীপুরে ৪ জন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন।  শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শশই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮জন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।  এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হন।

আহতদের সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো একজন মারা যান। নিহতদের সবার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইল : জেলার কালিহাতী উপজেলার পৌলী এলাকায় বাস ও করিমনের সংঘর্ষে বাস উল্টে ৫ জনের মৃত্যু হয়েছে।  এ সময় অন্তত ১৯ জন আহত হয়েছেন।  শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১০), ফিলু মোস্তাফিজের স্ত্রী আসমা বেগম (৪০), পাটগ্রামের মমিনুর রহমান (৩৫), রিপন (৩০), সুমন (২৫)।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৪ যাত্রী মারা যান।  এ সময় আহত হয়েছেন অনন্ত ২০ বাসযাত্রী।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামে এক ব্যক্তি মারা যান।

মাদারীপুর : জেলার রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো ১২ জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে।  তারা হলেন রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের মাহিন্দ্রা চালক বিল্লাল হোসেন (৪০) এবং হাসানকান্দি গ্রামের বিল্লাল হোসেন (৩৫)।  নিহত অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।  আহত হয়েছে কমপক্ষে ১২জন।  আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।  এ ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে