ঢাকা : জামালপুরে হিজড়া নেতা খুন হওয়ার তিনদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু এ দাবি জানান।
আবিদা সুলতানা মিতু বলেন, হিজড়া হায়দারকে গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা বিচার পাচ্ছি না। বিচার না পেলে সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে আমাদের কেন স্বীকৃতি দিল?
তিনি বলেন, খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
গত ১৪ অক্টোবর জামালপুরের ইসলামপুরে নিজের বাড়িতে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের জেনারেল কমিটির সহ-সভাপতি হিজড়া হায়দারকে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তিনি রাজধানীর মগবাজারে হিজড়া গোষ্ঠির ‘গুরু মা’ হিসেবেও দায়িত্বরত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রবীণ হিজড়া সংগঠনের উপদেষ্টা হিজড়া মেজবা বলেন, হিজড়া হায়দারকে যারা হত্যা করেছে, তাদের আমরা ফাঁসি চাই।
আবিদা বলেন, ভয়ঙ্কর অপরাধীরা হিজড়া সেজে অপরাধ করে যাচ্ছে। এখন হিজড়া হায়দার যে সম্পত্তি রেখে গেছেন তার লুটপাটেরও অপচেষ্টা চলছে।
আনুড়ি হিজড়া বলেন, সরকার একদিকে বলে আমরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত জনগোষ্ঠী। অথচ তিনদিন হয়ে হলো আমাদের ‘গুরু মা’ হিজড়া হায়দারের হত্যাকারীরা ধরা পড়লো না।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিজড়া সীমা, হিজড়া দিপালী, হিজড়া বিউটি, হিজড়া সুইটি, হিজড়া অনু ও হিজড়া পাহাড়ী।
এরপর শতাধিক হিজড়া মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে সমবেত হন।
১৭, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম