রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১২:৫৯:০১

কুনিওকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের

কুনিওকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের

নিউজ ডেস্ক : রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে জাপানের নাগরিক হোসি কনিওকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি আইএস। জঙ্গি সংগঠনটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে এ দায়  স্বীকার করে।

শনিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে মুখোশধারীদের গুলিতে নিহত হন কুনিও, যিনি ওই এলাকায় একটি জমি ইজারা নিয়ে ঘাসের খামার করছিলেন।
 
আইএসের এক টুইটে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে বলে রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

এর আগে গত সোমবার ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা খুন হওয়ার পরও আইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দেয় বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানায়।
 
তবে ওই হত্যাকাণ্ডে আইএসের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ ‘পাওয়া যায়নি’ জানিয়ে তাদের দাবি নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আটক ব্যক্তিরা হলেন- হোসি কনিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, এক বছরের ভিসা নিয়ে হোসি কনিও রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুতারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারীতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনটি গুলি তার হাত, বুক ও পায়ে লাগে। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
 
এদিকে গত ২৮ সেপ্টেম্বর গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তরা গুলি করে ইতালীয় নাগরিক তাভেল্লা চেজারকে হত্যা করে। তাকে হত্যার দায়ও স্বীকার করেছিল আইএস। বাংলাদেশে এবারই প্রথম আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের দ্বারা বিদেশি নাগরিক নিহত হল। রয়টার্স।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে