রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০১:০৬:৫৩

‘দুই বিদেশি হত্যা সংঘবদ্ধ চক্রান্ত’

‘দুই বিদেশি হত্যা সংঘবদ্ধ চক্রান্ত’

এম সাখাওয়াত হোসেন : সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পর পর দুজন বিদেশি নাগরিককে একই কায়দায় হত্যা করা সংঘবদ্ধ দেশি- বিদেশি চক্রান্ত হতে পারে। সরকার ইতালিয়ান নাগরিক হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বললেও শনিবার রংপুরের প্রত্যন্ত এলাকায় জাপানি নাগরিক হত্যার পর এটি আর বিচ্ছিন্ন ঘটনা বলার অবকাশ নেই।

এটি একটি সিরিজ ঘটনা হতে পারে। এগুলো কারা করছে দ্রুত খুঁজে বের করা দরকার। বিদেশি নাগরিক হত্যার প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় টেলিফোনে এই প্রতিবেদককে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে এখন বিদেশি বিনিয়োগ বাড়ছে। সরকার চেষ্টা করছে ভাবমূর্তি ফিরিয়ে আনতে।

এই অবস্থায় টার্গেট করে বিদেশি নাগরিককে খুন করার ঘটনায় দেশের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ, নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা লাগবে। জাপানের মতো দেশ, যারা কোনো রাজনীতি বা জটিলতার ধারে কাছেও নেই। আমাদের বড় উন্নয়ন সহযোগী। তাদের নাগরিককে হত্যার মধ্য দিয়ে মনে হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, তাদের অবস্থানের ওপর প্রতিক্রিয়াশীল প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এটা কারা করছে খুঁজে বের করা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

এর আগে রাজধানীর হার্টের মধ্যে ইতালিয়ান নাগরিককে হত্যা করা হলো। চার দিন পরও হত্যাকারীদের কাউকেই চিহ্নিত করা গেল না। রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু খবর রাখে সেটাও তো আমরা জানি না। এটা আমাদের জন্য অশনি সংকেত।

তিনি বলেন, ধরে নিলাম প্রথম একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু রংপুরের ঘটনার পর সরকারকে দোষারোপের রাজনীতির মধ্যে না থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যে কারা জড়িত সেটা খুঁজে বের করা দরকার। এটা তদন্তের নামে তদন্ত যেন না হয়। আমাদের নিজস্ব গোয়েন্দার আগাম কী তথ্য ছিল সেটাও বিশ্লেষণ করা দরকার। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনাগুলো দেশের জন্য, দেশের ভাবমূর্তির জন্য তো ভালোই না, উপরন্তু দেশের অভ্যন্তরে নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এটার অনেক সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে।-বিডিপ্রতিদিন
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে