শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪১:২৫

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৬ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল যারা

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৬ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল যারা

নিউজ ডেস্ক : এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ শনিবার প্রকাশ করা হয়েছে।  দুপুরের পর বিভিন্ন বোর্ড আলাদাভাবে ফল প্রকাশ করে।

এখন পর্যন্ত ছয়টি বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল পাওয়া যাচ্ছে।

এসব বোর্ডে আগের ফলাফলে ফেল করা মোট ৪১৯ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে পাস করেছে।  নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন।

ঢাকা শিক্ষা বোর্ডে এবার ৪১ হাজার ১৫১ জন ফল চ্যালেঞ্জ করে।  তারা ১ লাখ ২৬ হাজার ৪৩২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

আবেদনকারীদের মধ্যে ১০০৯ জনের ফল পরিবর্তন হয়েছে।  এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।  ফেল থেকে পাস করেছে ২০৪ জন।

গতবছর এ বোর্ডে ৩৩ হাজার ৪৯৬ জন পুনঃনিরীক্ষার আবেদন করে।  তাদের মধ্যে ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছিল।

মাদ্রাসা বোর্ডে মোট ১২ হাজার ২৪৮ জন ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে।  তাদের মধ্যে ১০৫ জনের ফল পরিবর্তন হয়েছে।  ফেল থেকে পাস করেছে ৫৩ জন।  গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং ফল পরিবর্তন হয়েছে ৭১ জনের।

বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করে।  এর মধ্যে ৫ হাজার ৭২৬ জনের আবেদন গৃহীত হয়।  তাদের মধ্যে ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।  ফেল থেকে পাস করেছে ৩০ জন।  জিপিএ-৫ পেয়েছে ২ পরীক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে এ বছর পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল।  এদের মধ্যে ২৪৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।  নতুন করে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।  ফেল থেকে পাস করেছে ৭০ জন।

যশোর বোর্ডে এবছর ৩১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।  খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।  

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।  ফেল থেকে পাস করেছে ৩৯ জন পরীক্ষার্থী।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে