জাতীয় ডেস্ক: সৌদি আরবে হজ পালন শেষে বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার বিকালে দেশে ফেরবেন তিনি।
ওইদিন বিকাল পাঁচটায় সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান একথা নিশ্চিত করেছেন। কী কারণে খালেদা জিয়া একদিন পর আসবেন তা জানা যায়নি।
গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করতে যান বেগম খালেদা জিয়া। পরবর্তীতে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান তার পরিবারসহ এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা হজ পালন করতে সৌদি আরব যান।
এদিকে হজ শেষে শনিবার মক্কায় বিদায়ী তাওয়াফ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য ও সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন।
১৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ/এআর