সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০০:৫২

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার কিশোর তিন দিনের রিমান্ডে

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার কিশোর তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার ১৪ বছর বয়সী তাহরীম কাদরি ওরফে রাসেলকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্তি মহানগর দায়রা জজ ও কিশোর আদালতের বিচারক রুহুল আমিন এই রিমান্ড মঞ্জুর করেন। এই কিশোরটিকে গত ১০ সেপ্টেম্বর ঢাকার আজিমপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো কয়েকজন মহিলা ও শিশু-সহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, অভিযুক্ত এই কিশোরের বয়স চৌদ্দ বছর হলেও এরই মধ্যে তার 'মগজ ধোলাই হয়ে গেছে' বলে মনে করে তারা এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছে।

এই কিশোরটিকে যে অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল তাতে আরো দুটি শিশু ছাড়াও তিনজন অভিযুক্ত 'মহিলা জঙ্গিকে' আটক করা হয়, যারা এখন পুলিশের হেফাজতে রয়েছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম বলেন, আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় তাহরীম কাদরি ছুরি নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়।
 
তিনি জানান, ওই ঘটনায় দায়ের করা মামলায় রাসেলকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে।

ওই অভিযান চলাকালে আজিমপুরের বাড়িটিতে অবস্থানকৃত একমাত্র পুরুষ সদস্যটি আত্মহত্যা করে, পুলিশ পরে জানায় মৃত এই ব্যক্তিটির নাম তানভীর কাদেরী, সে এই কিশোরটির পিতা।

তামিম চৌধুরীর মৃত্যুর পর এই তানভীর কাদেরীই নব্য জেএমবির প্রধানের দায়িত্ব পালন করছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বেরিয়েছিল।

আদালতের আদেশের পর এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরটিকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

১৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে