সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৭:৫১

আমি আওয়ামী লীগের কোনও পদের প্রার্থী নই: ওবায়দুল কাদের

আমি আওয়ামী লীগের কোনও পদের প্রার্থী নই: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক: আমি আওয়ামী লীগের কোনও পদের প্রার্থী নই বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সম্মেলন এলেই বিভিন্ন গণমাধ্যম দলের একটি পদ নিয়ে আমাকে আলোচনায় নিয়ে আসে । এতে আমি বিব্রত হই, লজ্জিত হই।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ‘আমি আওয়ামী লীগের কোনও পদের প্রার্থী নই, কোনও পদ প্রত্যাশাও করি না। আমি কারও প্রতিদ্বন্দ্বীও নই। দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে যেভাবে রাখেন, আমি তাতেই খুশি।’

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেল অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন বলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
১৯ সেপ্টেম্ববর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে