স্পোর্টস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ট্রাফিক আইন মানে না তারা প্রত্যেকেই রাজনীতি করে। সাধারণ লোকেরা যতটা কথা শোনে অসাধারণ লোকরা ততটা কথা শোনে না।
সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঈদের ছুটিতে মহাসড়কে দুর্ঘটনার কারণ হিসেবে তিনি ঈদের সময় অতিরিক্ত ‘ট্রিপের’ জন্য অতিরিক্ত স্পিড এবং ওভার টেকিংকে দায়ী করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
১৯ সেপ্টেম্ববর,২০১৬/এমটিনিউজ২৪/এআর