ঢাকা : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন সম্মাননা প্রাপ্তিসহ পুরো সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল সাড়ে ১১টায় সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এতে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তার সফরের বিস্তারিত বর্ণনা করছেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে গতকাল শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত তাকে বিপুল সংবর্ধনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ সেপ্টেম্বর তিনি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পক্ষ থেকে আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ