নিউজ ডেস্ক : রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক হোসি কুনিও (৬৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে রংপুরের কাউনিয়া থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম।
এর আগে গতকাল শনিবার সকাল ১০টার দিকে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে জাপানি নাগরিক হোসি কুনিওকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। তিনি একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে গ্রামের পথে হেঁটে যাওয়ার সময় তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইতোমধ্যে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা খুনের ঘটনার মত জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার দায়ও স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের ৯০ নম্বর সড়কে সিজার তাভেল্লা নামে এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ