মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৯:২৪

প্রধানমন্ত্রীর জন্য গান লিখছেন সৈয়দ শামসুল হক

 প্রধানমন্ত্রীর জন্য গান লিখছেন সৈয়দ শামসুল হক

ঢাকা : আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।  প্রধানমন্ত্রীর জন্মদিনে গান দিয়েই তাকে শুভেচ্ছা জানাতে চান ক্যানসার আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।  এজন্য গান লেখা শুরু করেছেন তিনি।

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে মহাপরিকল্পনাও করছেন এই লেখক।  আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন হাসপাতালে সৈয়দ শামসুল হককে দেখতে গেলে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে নিজের ওয়ালে আফজাল হোসেন লিখেছেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এখন হাসপাতালে। তার সঙ্গে আমাদের সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা ও নির্ভরতার। সাক্ষাৎ এর ব্যাপারে পরিবার ও চিকিৎসকের নিষেধ সত্ত্বেও গতকাল (১৮ সেপ্টেম্বর) ক্ষুদে বার্তা পঠালাম- ‘সালাম জানবেন। ভয়ে ভয়েই বলছি। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই’। তখন সকাল নয়টা সতের মিনিট। চৌদ্দ মিনিট পর নয়টা একত্রিশে ফিরতি বার্তা – ‘ Come at five in the afternoon please’. যথাসময়ে হাসপাতালে পৌঁছে যাই।’ statusafzal

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কেবিনে ঢুকার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিলেন। মুখে অমলিন হাসি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। যিনি তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। আলোচনায় ঘুরে ফিরে আসছিল মাননীয় প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা আয়োজনের স্মৃতিবহুল ঘটনা। শুভেচ্ছা জানিয়েছেন সেই আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি। দেশরত্ন শেখ হাসিনার আগামী জন্মদিন উপলক্ষে তিনি একটি গান রচনা করেছেন।’

২০২১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে সৈয়দ হকের মহাপরিকল্পনা আছে উল্লেখ করে আফজাল লিখেন, ‘এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন।  কথার ফাঁকে ফাঁকে স্ত্রী সৈয়দ আনোয়ারা হক এবং ছেলে দ্বিতীয় সৈয়দ হকের কাছে আমাকে এমনভাবে উপস্থাপন করছিলেন, যার কোনোটারই যোগ্য আমি নই।

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দীর্ঘ পথযাত্রায় সকলের প্রিয় হক ভাই সম্মুখে ছিলেন এবং আছেন। মানুষের ভালোবাসার শক্তিতেই তিনি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা আমাদের সকলের।’
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে