রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১০:৫৪:৪৭

যেভাবে পুলিশের কব্জায় শাহাদাতের স্ত্রী নিত্য

যেভাবে পুলিশের কব্জায় শাহাদাতের স্ত্রী নিত্য

ঢাকা : এক শিশু গৃহকর্মীকে  নির্যাতন করার দায়ে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই থেকেই পুলিশ খুঁজছিল শাহাদাত দম্পতিকে।কিন্তু কোনোভাবেই তাদের অবস্থান জানতে পারছিল না পুলিশ।

এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশও হয়।

অবশেষে ওই মামলায় গ্রেফতার হলেন- ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী নিত্য।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে রাজধানীর মালিবাগে শাহাদতের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে (১১) মারাত্মক আহত অবস্থায় গত ৬ সেপ্টেম্বর কালশী থেকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ জানান, আসামি শাহাদাত এখনো পলাতক। তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

গুরুতর আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে