নিউজ ডেস্ক : ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা এটিএম রফিকুল হুদা (৪৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোরে তিনি মারা যান। নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের দেয়া আগুনে হুদার শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
ডিএমসি’র বার্ন ইউনিটের সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় এক কিশোর। এতে কিশোরের বাবা রফিকুল হুদা গুরুতরভাবে দগ্ধ হন। আর মা সিলভিয়া হুদা সামান্য দগ্ধ হন।
ডিএমসি পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বলেন, ‘আজ ভোরে এটিএম মারা যান। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’
২১সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম