বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৬:০০

ঈদযাত্রায় প্রাণ গেল ২৬৫ জনের

ঈদযাত্রায় প্রাণ গেল ২৬৫ জনের

নিউজ ডেস্ক : ঈদুল আজহার আগে ও পরে মিলিয়ে গত ১২ দিনে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ২১০টি দুর্ঘটনায় মারা গেছে ২৬৫ জন।  আহত হয়েছেন ১ হাজার ১৫৩ জন।

 
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৬ অনুযায়ী এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
 
ঈদযাত্রা শুরুর দিন ৭ সেপ্টেম্বর থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার দিন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনের হতাহতের চিত্র তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো মহাসড়কে চালকদের গতিসীমা মেনে না চলা এবং অতিরক্ত ট্রিপ।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে