ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো সঙ্কট নেই। আন্তর্জাতিক মহলও তাই মনে করে। ‘বনের বাঘে নয়, মনের বাঘে খায়’ এ প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, সঙ্কটের বিষয়টি অনেকের মানসিক, প্রকৃত অর্থে কোনো সঙ্কট নেই।
আজ রোববার সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদ্যুত ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে সফলতা অর্জন করেছি। জাতিসংঘের অধিবেশনে এসব ভূমিকার ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি আশু লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এ কাজে বাংলাদেশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবারের অংশগ্রহণে সাফল্য, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জনসহ বিভিন্ন বিষয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগদান শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তিনি।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ