ঢাকা : নভেম্বরের প্রথম সপ্তাহে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর মার্ক রুটের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাচ্ছেন।
রোববার সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেই এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থানকালে তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
‘এ সময় নেদারলান্ডের প্রধানমন্ত্রী আমাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানালে আমি তা গ্রহণ করি। আগামী মাসের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হবে পারে,’ বলেন প্রধানমন্ত্রী।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ