নিউজ ডেস্ক : ‘দেশে যেহেতু নানা রকমের ভয়-ভীতি রয়েছে। প্রবাসে তেমন আশংকা নেই। তাই প্রবাসের সকলকে একযোগে কাজ করে বাংলাদেশের গণবিরোধী সরকারের স্বরূপ আন্তর্জাতিক মহলে উম্মোচিত করতে হবে’-এ আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
যুক্তরাষ্ট্র এবং কানাডা বিএনপির উচ্চ পর্যায়েরর একটি প্রতিনিধি দল ৩ অক্টোবর লন্ডন সময় রাত ১০টায় তারেক রহমানের বাসায় বেগম জিয়ার সাথে সাক্ষাত করেন। সাক্ষাতের বিস্তারিত এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এ সাক্ষাতের সমন্বয় করেন এম এ মালেক।
যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে দু’বছর আগে। এরপর কমিটি হয়নি। এ কারণে ৪ খন্ডে বিভক্ত হয়ে কার্যক্রম চললেও মাঠের কর্মীরা হতাশ। সে হতাশার কথা জানাতেই যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে এই প্রতিনিধি দল লন্ডন গিয়ে চেয়ারপার্সনের সাথে সাক্ষাত করলেন। প্রতিনিধি দলে আরো ছিলেন দক্ষিণ ফ্লোরিডা বিএনপির সভাপতি ইলিয়াস খান, বস্টন বিএনপির সভাপতি সাইফুল আলম, শিকাগো বিএনপি নেতা মোজাম্মেল হোসেন নান্টু এবং কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী।
কমিটি গঠন প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি খালেদা জিয়া। শুধু বলেছেন, ‘এখন সময় খারাপ। এখন সময় হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের স্বৈরাচারি আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জোরদার করার। আর এমন তৎপরতায় কারা নেতৃত্ব দিচ্ছেন সেটি আমরা দেখছি। দুর্দিনে যারা কাজ করছেন তাদের মূল্যায়ন অবশ্যই করা হবে।’ এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সেখানে ছিলেন বলে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ এ সংবাদদাতাকে জানান। দু’বছর আগে তারেক রহমানই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির আরো কয়েকজন লন্ডনে গেছেন কমিটির তদ্বিরের জন্যে। তবে তারা বেগম জিয়া কিংবা তারেক রহমানের সাক্ষাৎ পেয়েছেন বলে ৩ অক্টোবর পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হবার সম্ভাব্য প্রার্থীর মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তার অন্যতম হলেন অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান প্রমুখ। একইভাবে সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের অন্যতম হলেন আকতার হোসেন বাদল, এম এ বাতিন, পারভেজ সাজ্জাদ, গোলাম ফারুক শাহীন, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ প্রমুখ। এর বাইরে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল লতিফ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের নামও শোনা যাচ্ছে। অর্থাৎ এরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচির সমন্বয় করছেন।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ