ঢাকা : শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাতের স্ত্রী নিত্যের পাঁচ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহমুদ হাসান জানান, নিত্যকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বিশেষ করে শাহাদাত কোথায় আছে সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে পুলিশ ধারণা করছে।
উল্লেখ্য, গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসের শুরুর দিকে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। মামলাটি করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। বাদীর ভাষ্য, কালশীর সাংবাদিক কলোনি এলাকা থেকে মাহফুজাকে উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। শিশুটির কেউ না থাকায় তিনি বাদী হয়ে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার কাজী শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তাঁর স্ত্রী তাকে মারধর করে।
একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে। মাহফুজা জানায়, তার বাবার নাম আরব আলী ও মা পেয়ারা বেগম। বাড়ি জামালপুর। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর মাহফুজাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন শাহাদাত। মামলা দায়েরের পর থেকে তারা পলাতক। অবশেষে শনিবার রাত সোয়া ৩টার দিকে নিত্যকে মালিবাগের পাবনা গলিতে তাঁর বাবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শাহাদাতও একই মামলার আসামি। তবে তাঁকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ