ঢাকা : বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের হাত আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অনভিপ্রেত ও দুঃখজনক বলেছে করেছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন একথা বলেন।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানাতে আজ বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করেন।
সেখানে এক প্রশ্নের জবাবে দুই বিদেশি নাগরিক হত্যা সম্পর্কে তিনি বলেন, ‘এ ঘটনায় বিএনপি-জামায়াতের মদদ আছে। নিশ্চয়ই এর মধ্যে বিএনপি-জামায়াতের হাত আছে।’
সংবাদ সম্মেলনে রংপুরে জাপানি নাগরিক হত্যার পর বিএনপির দুই নেতাকে সাদা পোশাকে র্যা বের ধরে নিয়ে যাওয়াকে দেশের জন্য আশঙ্কার বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ