রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৬:২২:৫৪

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো না শিক্ষার্থীদের

   প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো না শিক্ষার্থীদের

ঢাকা : মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছেন।  এসময় প্রধানমন্ত্রী গণভবনে থাকায় তাদের সঙ্গে দেখা হয়নি।   

জানা গেছে, রোববার দুপুর পৌঁনে ৩টার দিকে পুলিশের গাড়িতে করে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সাতজনের মধ্যে শিক্ষার্থী পাঁচজন এবং বাকি দুইজন অভিভাবক ছিলেন।  পাঁচ শিক্ষার্থী হলেন আবু সায়েম, মোহাইমেনুল লিয়ন, আশেক বিন ত্মাকী, শাজনীন আক্তার পিংকী ও সাদিয়া আক্তার মাইছুন।

অভিভাবক দু’জন হলেন ড. বোরহান উদ্দীন ও অধ্যক্ষ আশফাক কামাল। স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সাদিয়া আক্তার মাইছুন।
 
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দিলে শাহবাগে তাদের বাধা দেয় পুলিশ।  পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন।  এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।  ভোগান্তি পড়েন সাধারণ মানুষ।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে