রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৭:০৪:১২

মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

ঢাকা : মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।  রোববার বিকেলে ‘শাহবাগ অবরোধ’ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী আসিফ বীন তাকী।  এ সময় তিনি সোমবারের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আসিফ বীন তাকী বলেন, সোমবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে।  সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।  সারাদেশে সব মেডিক্যাল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের এক ঘণ্টা করে ক্লাস বর্জন ও কর্মবিরতি পালনের আহ্বান জানান তিনি।

এর আগে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।  এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানের ঘোষণা দেন।

আন্দোলনকারীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ বলেন, সন্ধ্যার পর আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়।  তাই অনড় অবস্থান আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার ঘোষিত কর্মসূচি পালন করা হবে।  দাবি আদায়ে আগামীতে আরো কঠোর কর্মসূচিও দেয়া হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডক্যোল ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যান।  প্রতিনিধি দলে ছিলেন পাঁচ শিক্ষার্থী ও দুই অভিভাবক।  এসময় প্রধানমন্ত্রী গণভবনে থাকায় তাদের সঙ্গে দেখা হয়নি।  পুলিশের গাড়িতে করে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলের পাঁচ শিক্ষার্থী হলেন আবু সায়েম, মোহাইমেনুল লিয়ন, আশেক বিন ত্মাকী, শাজনীন আক্তার পিংকী ও সাদিয়া আক্তার মাইছুন।
অভিভাবক দু’জন হলেন ড. বোরহান উদ্দীন ও অধ্যক্ষ আশফাক কামাল। স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সাদিয়া আক্তার মাইছুন।
 
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর দেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া যায়।

ওই প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।  এরপর থেকে মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আসছেন।  শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ২৯ সেপ্টেম্বর থেকে মধ্য্যোল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।  একই অভিযোগে ২২ সেপ্টেম্বর রংপুর মেডিক্যাল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করা হয়।  আটক থাকা অবস্থায় এদের মধ্যে একজন মারা গেছেন।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে