রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৮:৩১:১৬

এমপির কী চরম নিষ্ঠুরতা!

এমপির কী চরম নিষ্ঠুরতা!

নিউজ ডেস্ক : কী চরম নিষ্ঠুরতা! একবারও ভেবে দেখলেন না তিনি।  গাড়িতে বসেই চালালেন গুলি।  গুলি লাগলো এক নিষ্পাপ শিশুর পায়ে।  তাও এক পায়ে নয় দুটি পা-ই গুলিবিদ্ধ হয় তার।  সে যেন কিছুই বুঝে উঠতে পারছিল না।  এমন নিষ্ঠুর এমপি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মঞ্জুরুল ইসলাম লিটন।

গত শুক্রবার ভোরে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক দিয়ে বামনডাঙ্গা থেকে শহরে ফিরছিলেন তিনি।  মদ্যপ অবস্থায় নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।  এ সময় সড়কের দুই পাশের লোকজনদের গালিগালাজ করছিলেন তিনি।  এমন অভিযোগ স্থানীয়দের।

তাদের অভিযোগ, একপর্যায়ে গাড়িতে বসেই এলোপাতাড়ি কয়েকটি গুলি ছোড়েন সেই এমপি। এতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় প্রাতঃভ্রমণে বের হওয়া ৪র্থ শ্রেণির ছাত্র সৌরভ। গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালের বিছানায় এখন কাতরাচ্ছে।  

জানা গেছে, গুলিবিদ্ধ শিশুটিকে জেলা সদর হাসপাতালে নেয়ার সময় পথে গাড়ি আটকে দিয়েছিল এমপির লোকজন।  শেষে ইউএনও’র হস্তক্ষেপে গাড়িটি ছাড়ানো হয়।  

সত্যিই ভাবতে অবাক লাগে, একজন আইনপ্রণেতার এ কেমন আচরণ!  এলোপাতাড়ি গুলি চালানো তার নতুন নয়, প্রায়ই নাকি লিটন এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করেন।  সরকারদলীয় এমপি হওয়ায় থানা-পুলিশও দেখেও না দেখার ভান করে।  

সাধারণ লোকজনকে তিনি কেয়ার করবেন কেন, তার ভয়ে তারা তো ভীতসন্ত্রস্ত থাকেন।  তবে এতদিন মুখ বন্ধ থাকলেও শুক্রবারের ঘটনার পর সেই এমপির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ স্থানীয়দের।  আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও শিশুকে গুলি করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এমপি লিটনের অবস্থান শনাক্ত ও খোঁজ-খবর সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় সৌরভকে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এমপি লিটন।  

সাজু মিয়ার অভিযোগ, ঘটনার পর থেকে এমপি লিটন গা-ঢাকা দিয়েছেন।  ঘটনার পর থেকে তারা নিরাপত্তহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে এমপি মঞ্জুরুল ইসলাম লিটককে গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা সুন্দরগঞ্জ উপজেলা।  তাকে গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন গণমাধ্যমকে জানান, শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার পর এমপি লিটন পলাতক রয়েছেন।  তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে