রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১০:০১:৪০

বিমানবন্দরে হাজিদের তোপের মুখে বিমানমন্ত্রী!

বিমানবন্দরে হাজিদের তোপের মুখে বিমানমন্ত্রী!

ঢাকা : হজযাত্রীদের সান্ত্বনা দিতে গিয়ে তোপের মুখে পড়েন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।  ফিরতি ফ্লাইটে বিমানবন্দরে আটকা পড়া ভুক্তভোগী হাজিদের এ পরিস্থিতির সম্মুখীন হন তিনি।

রোববার সকালে বিমানবন্দরের অভ্যন্তরে হজ ব্যবস্থাপনা দেখতে যান মন্ত্রী।  এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমানের ভারপ্রাপ্ত এমডি এএম মোসাদ্দেক আহমেদসহ সিভিল অ্যাভিয়েশন ও বিমানের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, জেদ্দা এয়ারপোর্টে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে রোববার ভোরে অবতরণ করা বিমানের ৯ শতাধিক হাজি বেলা ১১টা পর্যন্ত তাদের মালামাল বুঝে না পেয়ে মনোক্ষুন্ন ছিলেন।  এসময় বিমানবন্দর পরিদর্শন করতে আসা বিমানমন্ত্রী হাজিদের তোপের মুখে পড়েন।  

বিক্ষুব্ধ হাজিদের অভিযোগ, জেদ্দা বিমানবন্দরে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।  বিমানমন্ত্রীকে হাজিরা জানান, জেদ্দা বিমানবন্দরে এনে তাদের ২৪ ঘণ্টা না খাইয়ে রাখা হয়েছে।  বিমানের কেউ খবর নেয়নি তাদের।

হাজিদের অন্তহীন অভিযোগ শুনে বিমানের ভারপ্রাপ্ত এমডি এএম মোসাদ্দেক আহমেদের কাছে এর কারণ জানতে চান।  তিনি বলেন, হাজিদের প্রতি শ্রদ্ধা রেখে আন্তরিকভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি আমরা।  
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে