রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১০:১৪:২২

দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতি : চরমোনাই পীর

দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতি : চরমোনাই পীর

ঢাকা : দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোরনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেছেন, র‌্যাব হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তার মৃত্যু, গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপির গুলিতে শিশু আহত এবং বিদেশি নাগরিক হত্যায় আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না।

আজ রোববার এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।  

রেজাউল করীম বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের জনসম্মুখে হাজির করতে হবে।  একইসঙ্গে তাদের বিচার দাবি করছি।  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে।  
 ৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে