রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১১:৪৭:২১

খালেদা জিয়ার রেড এলার্ট

খালেদা জিয়ার রেড এলার্ট

নিউজে ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মী ও দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।  

দলের অভ্যন্তরীণ ইস্যু এবং কূটনৈতিক কর্মকাণ্ডকে ফেসবুকে দিয়ে ব্যক্তি প্রচারণার বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছেন তিনি।  স্থানীয় সময় রোববার রাতে লন্ডনের কিংসটনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ রেড এলার্ট জারি করেন।

চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি ও অঙ্গদলের প্রতিটি ইউনিটকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথাও বলেন তিনি।  

খালেদা জিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগের জন্য ব্যবহার করুন।  তবে দলের নিজস্ব অভ্যন্তরীণ এজেন্ডা নিয়ে ফেসবুকে সময় নষ্ট করার দরকার কী? যারা কূটনৈতিক দায়িত্ব পালন করবেন, তা দলীয় সিদ্ধান্তে মিডিয়ায় যেতে পারে।

তিনি বলেণ, ফেসবুকে দিয়ে দলীয় ও জাতীয় ইস্যুকে হালকা করা যাবে না। কোনো ইস্যুকে অধিক প্রচারণার দরকার হলে সেটা দলীয় সিদ্ধোন্তেই করতে হবে।

কর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, যারা রাজপথের কর্মী, তারা ফেসবুকের কর্মী হওয়ার কোনো দরকার নেই।  হিউম্যান রাইটস ইস্যুতে যে যার মতামত দিতেই পারে।  কিন্তু দলের মূলশক্তি হলো রাজপথের কর্মী।  তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফুলটাইম ব্যয় করলে মাঠে কাজ করবে কারা?

রাজপথের কর্মীদের সঙ্গে দলের চেয়ারপারসন পর্যন্ত কমিটি টু কমিটি এবং নেতৃত্ব ও নেতৃত্ব চেইন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, দলে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং একটি সুপরিকিল্পত আন্দোলনের কাঠামো তৈরিতে মনোযোগী হতে হবে।  বিগত আন্দোলনে ভূমিকা বিবেচনায় নতুনভাবে সব ইউনিটকে সাজানোর পরিকল্পনার কথা জানান তিনি।

বৈঠকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির নেতারা গত আন্দোলনে দলের পক্ষে তাদের কূটনৈতিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন ।

বেগম খালেদা জিয়া সব ধরনের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে বাংলাদেশকে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দেন।  বিশেষ করে প্রবাসে ব্যক্তিভেদে গ্রুপ ভুলে এক প্লাটফর্মে এসে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন এবং কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ (নিউইয়র্ক), শাহ মোজাম্মেল নান্টু (শিকাগো), সৈয়দ বদরে আলম (বোস্টন), ইলিয়াস খান (ফ্লোরিডা), কানাডা বিএনপি নেতা ফয়সল আহমেদ চৌধুরী ও বাংলাদেশি প্রবাসী নাগরিক কমিটি, কানাডার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

উল্লখ্যে, গত ১৬ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আসেন।  চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।  

দীর্ঘ নয় বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করেন তিনি।  ১ অক্টোবর তার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসার দীর্ঘ সূত্রিতায় প্রথম দফায় পিছিয়ে ৮ অক্টোবর উদ্যোগ নিয়েছিলেন।  চিকিৎসকদের পরামর্শে আবারো দেশে ফেরা পিছিয়েছেন তিনি।  দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছ।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে