নিউজ ডেস্ক : কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির লাশ দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে ৯ জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল গ্রহণ করেছে। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্জুমান মফিদুলের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘৯ জঙ্গির লাশ দাফনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা তিনটি গাড়ি পাঠিয়েছি লাশ গ্রহণের জন্য। লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’
প্রসঙ্গত, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডে তাজ মঞ্জিলে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম