বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩৫:১৩

শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশের কঠিন মুহূর্তে আপনার দৃঢ় নেতৃত্ব জনগণকে আশার আলো দেখিয়েছে। আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দেশ এগিয়ে যাচ্ছে।’

চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আগামী মাসে গোয়ায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে দুই দেশের আঞ্চলিক সহযোগিতার এজেন্ডা বাস্তবায়নের আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে