ঢাকা : কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর, সনদের সরকারি স্বীকৃতি দিতে আইনের খসড়া চূড়ান্ত করতে ৯ সদস্যের ফের কমিটি গঠন করেছে সরকার।
কমিটিতে শোলাকিয়ার খতিব ও ইকরা বাংলাদেশ-এর পরিচালক মাওলানা ফরীদউদ্দীন মাসউদকে আহ্বায়ক ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিনকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় ও কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য ২০১২ সালের মার্চে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ওই কমিশনের সুপারিশের আলোকে ‘বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার জন্য ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর খসড়া প্রস্তুত করা হয়।
নতুন কমিটিকে ১৫ দিনের মধ্যে ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর ওই খসড়া বর্তমান সময়ের আলোকে ‘অধিকতর উপযোগী ও পর্যালোচনা’ করে প্রয়োজনীয় সুপারিশ করতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফের মহাপরিচালক মাওলানা সুলতান যওক নদভী, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবদুল হালিম বোখারী, কিশোরগঞ্জ জামেয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আনোয়ার শাহ, সিলেট খাদিমনগরের দক্ষিনকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল বাসেত বরকতপুরী, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, ঢাকার বসুন্ধরা ইসলামী রিসার্স সেন্টারের সিনিয়র মোহাদ্দিস মুফতি এনামুল হক এবং খুলনার জামিয়া মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাশেমী।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম