ঢাকা : কবিরাজের পড়া ডাবের পানি খেয়ে অচেতন হয়ে পড়েন একই পরিবারের দুই গৃহবধূসহ চারজন। এ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব থানার ঘোড়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে। বুধবার বিকেল ৪টার দিকে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি হয়েছেন সিদ্দিকুর (৪৭), তার স্ত্রী রেখা বেগম (৪৩), ছেলে তপু (২৬), তপুর স্ত্রী মরিয়ম (২০)।
তবে মানসিকভাবে অসুস্থ দিপু (১২) ডাবের পানি পান না করায় এখনো সুস্থ রয়েছে।
সিদ্দিকুর রহমানের ভাই নাসির উদ্দিন জানান, সিদ্দিকুরের ছোট ছেলের মানসিক সমস্যা রয়েছে। তাই বাড়িতে কবিরাজ আনা হয়। কবিরাজ বাড়িতে এসে বলেন- সবাইকে পড়া কচি ডাব খেতে হবে। সেই পড়া ডাব খেয়ে মধ্যরাতে একই পরিবারের ৪ জন অচেতন হয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, কবিরাজ সেজে ওই ব্যক্তি কী পরিমাণ জিনিসপত্র লুটে নিয়েছে তা জানা যায়নি।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম