বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৩:৩৯

এনবিআরের বক্তব্য প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি ঘোষণা’

এনবিআরের বক্তব্য প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি ঘোষণা’

নিউজ ডেস্ক : ‘ভ্যাট দেয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ আব্দুল  মু’মেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা নয়, ভ্যাট পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়।

এনবিআর বলছে, টিউশন ফি`র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত।  নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি।  বিদ্যমান টিউশন ফি`র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।  

এদিকে টিউশন ফি’র ওপর আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে অর্থমন্ত্রী ও এনবিআরের কথার ফাঁদে পা না দেয়ার আহ্বান জানানো হয়েছে।  তারা জানান, এনবিআরের এটি নিছক সান্ত্বনা।

বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ থেকে এ ঘোষণা দেয় হয়।

ঘোষণায় বলা হয়েছে, কর্মসূচি চলবে।  অর্থমন্ত্রী নিজ মুখে ভ্যাট বাতিল করছি এ কথা না বলা পর্যন্ত আন্দোলন চলবে।  ক্লাস, পরীক্ষা, টিউশন ফি দেয়া স্থগিত থাকবে।

বলা হয়েছে, অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।  গুলির বিচার করতে হবে।  গুলির নির্দেশের জন্য স্বরাস্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।  এ ৩ দাবিতে অনড় এবং অবিচল।  দাবি না আদায় হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ছি না।

ঘোষিত কর্মসূচি :

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ বলবৎ থাকবে।  আগামীকাল শুক্রবার সবাই যার যার ক্যাম্পাসে ১১টায় উপস্থিত হবে।  জুমার নামাজ আদায় করে দুপুরের খাবারের পর ৩টা থেকে পুনরায় আজকের স্থানগুলোতেই অবরোধ চলবে।  মিছিলের মাধ্যমে যার যার স্থানে যাব।

এদিকে রাজধানীর রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ থেকে সরে গেছে।  এতে তীব্র যানজট ও ভোগান্তির কমতে শুরু করেছে।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে