নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী আ স ম হান্নান শাহ’র দুটি জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । এরপর বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় দ্বিতীয় জানাজা। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। এরপর হান্নান শাহ'র মরদেহ নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে নেয়া হয়।
সংসদের জানাজায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বিএনপি চেয়ারপারসনের পক্ষে মেজর (অব.) হাফিজ উদ্দিন, শামসুজ্জামান দুদু, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণিসহ অনেকে। এরপর জানাজা শেষে হান্নান শাহ’র কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তারা।
এর আগে সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপির নেতা ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদসহ নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
এর আগে বুধবার রাতে আ স ম হান্নান শাহ'র মরদেহে শেষ শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার মহাখালী ডিওএইচএসের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান । দলীয় চেয়ারপারসন মরহুমের বাসায় পৌঁছানের পর সেখানে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। খালেদা জিয়াও চোখের পানি ধরে রাখতে পারেননি।
খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে সন্ধ্যার পর মরহুমের বাসভবনে শত শত নেতাকর্মী জড়ো হন। সেখানে আসেন সাবেক সেনাপ্রধান লে. জে. নূর উদ্দিন খানও।
মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান হান্নান শাহ। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। মরহুমের ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমি মরদেহের সঙ্গে ছিলেন।
লাশ গ্রহণ করতে বিমানবন্দরে ছিলেন হান্নান শাহ'র বড় ছেলে শাহ রেজাউল হান্নান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
বিমানবন্দ থেকে লাশ আনা হয় মরহুমের মহাখালীর ডিওএইচএসের বাসায়। সেখানে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। এরপর লাশ নেয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।
হান্নান শাহর মৃত্যুতে মঙ্গলবার থেকে ৪ দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। শোকের দ্বিতীয় দিনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ে খোলা শোক বইতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সই করেন। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তা উন্মুক্ত থাকবে।
হান্নান শাহর নিজ এলাকা গাজীপুরেও পালন করা হচ্ছে শোক। বিভিন্ন মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার সকালে সড়কপথে গাজীপুরে নিয়ে যাওয়া হবে তার লাশ। সকাল ৯টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ও জুমার পর নিজগ্রাম চালাবাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএ