নিউজ ডেস্ক : গুলশান হামলা এবং নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সহযোগী সালাউদ্দিন কামরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাতে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
কাউন্টার টেরোরিজমের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরান জানিয়েছে, তার বাড়ি ময়মনসিংহে। কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় তার নিয়মিত যাতায়াত ছিল।
কল্যাণপুরের নিহত জঙ্গি আবু হাকিম নাইমের মাধ্যমে নব্য জেএমবির সঙ্গে সে সম্পৃক্ত হয় এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রিগ্যান নামে আরেক জঙ্গির কাছে সে প্রশিক্ষণ নেয়। রিগ্যান বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, গুলশান হামলা ও নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ সবার সঙ্গে কামরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএ