বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩১:২২

রাজা-রানী সেজে সিংহাসনে, ডিসি মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে দুদকের চিঠি

রাজা-রানী সেজে সিংহাসনে, ডিসি মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে দুদকের চিঠি

নিউজ ডেস্ক : একাধিক বিদায়ী সংবর্ধনা নেয়ার ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন ময়মনসিংহের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী।  এ নিয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক।
এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।  

রাজার পোশাক পরিধান করে ব্যয়বহুল সংবর্ধনা গ্রহণ করায় ২৫ সেপ্টেম্বর কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  

সূত্র মতে, সভার সিদ্ধান্ত অনুসারে মুস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে।

সম্প্রতি ময়মনসিংহের বিদায়ী ডিসি মুস্তাকিম বিল্লাহ ও তার স্ত্রী রাজা-রানি সেজে মঞ্চে স্থাপিত ‘সিংহাসন’ এ আসীন হয়ে রাজকীয় সংবর্ধনা গ্রহণ করেন- এমন খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।

কোনো কোনো সংবর্ধনায় ঘোড়ার পিঠে চড়েন মোস্তাকিম বিল্লাহ।  উপহার হিসেবে সোনার কোটপিনও গ্রহণ করেন তিনি।

গত ঈদের আগে ও পরে মোট ৩৫টি সংবর্ধনায় অংশ নেন তিনি, যা ছিল বেশ ব্যয়বহুল।
 
ব্যয়বহুল সংবর্ধনা গ্রহণ করা মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে অনুসন্ধান ও তদারকি করতে দুদকের ডিজি (বিশেষ) মো. আসাদুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
 
এদিকে মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে সরকারি এক আদেশে গত ১৮ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে প্রায় সাড়ে তিন বছর ময়মনসিংহে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
ডিসি মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, বুধবার দুদক থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ওই চিঠি পাঠানো হয়।

তিনি বলেন, আমরা গণমাধ্যমে ওই ডিসির ‘বিদায় সংবর্ধনা ও রাজপোশাক’ বিষয়ের সংবাদ দেখতে পাই।  পরে দুদকের পক্ষ থেকে মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে