নিউজ ডেস্ক : ঢাকার সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর।
নিহতের নাম আবু তাহের। তিনি বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা জামাল বলেন, তাহের রাস্তা পার হচ্ছিলেন। সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গায় ট্রাকের ধাক্কায় টহল পুলিশের ইঞ্জিনচালিত ভ্যান উল্টে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার প্রলয় চিসিম।
নিহত আরিফুল ইসলাম (২৫) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর বদরগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত কনস্টেবল তুষার এমরান (২৫) ও নায়েক আমিরুল ইসলামকে (৩০) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ শুক্রবার ভোরে টহল শেষে মধুপুর বাজার থেকে থানায় ফেরার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে উল্টে পড়লে তিনজন আহত হন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাক বা চালক কাউকে আটক করতে পারেনি।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস