শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪০:৫৩

বিদেশে বসে ৬ দিনে ৫১ ফাইলে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

বিদেশে বসে ৬ দিনে ৫১ ফাইলে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : বিদেশ সফরের মধ‌্যে গত ছয় দিনে রাষ্ট্রীয় ৫১টি গুরুত্বপূর্ণ ফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মুখ‌্যসচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ তথ‌্য জানান।

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৭ দিনের সফর শেষে এদিন সকালেই শেখ হাসিনা দেশের পথে রওনা হন। শুক্রবার তার ঢাকায় পৌঁছানোর কথা।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী।

নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ, নাতনীর একান্ত সান্নিধ্যে কয়েকদিন কাটাতে ২২ সেপ্টেম্বর ভার্জিনিয়ায় যান তিনি। সেখানেই বুধবার নিজের জন্মদিন পালন করেন শেখ হাসিনা।

মুখ‌্যসচিব আজাদ বলেন, “এই কয়দিন একান্তই পারিবারিক সফর মনে করা হলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইলে তিনি ইলেক্ট্রনিক্যালি স্বাক্ষর করেন। ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনে গুরুত্বপূর্ণ মোট ৫১টি ফাইলে স্বাক্ষর করেছেন।”

“ডিজিটাল বাংলাদেশ রচনার ক্ষেত্রে আমরা যে বহুদূর এগিয়েছি, এটি তার অনন্য এক উদাহরণ,” প্রশাসনের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা।

শেখ হাসিনার এবারের সফরকে সফল অভিহিত করে আজাদ বলেন, “নানাবিধ কারণে এবারের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্ব অপরিসীম।” -বিডিনিউজ।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে