শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০১:৩৮

শেখ হাসিনার জন্য ফুলের তোড়া পাঠালেন মোদি

শেখ হাসিনার জন্য ফুলের তোড়া পাঠালেন মোদি

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভকামনা করে পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাস।  ওই সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন।
 
এর আগে ভারতের প্রধানমন্ত্রী এক চিঠিতে কঠিন সময়ে আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
 
শেখ হাসিনাকে মোদি লেখেন, ‌‘আপনার সক্ষম দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রে দ্রুত অগ্রগতি এবং সব জনগণকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে’। খবর : বাসস
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে