নিউজ ডেস্ক : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে মারা গেছেন মা ও মেয়ে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরিপুর উপজেলার শিবপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। হতাহত সবাই পিকআপের যাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, কিশোরগঞ্জ থেকে চালভর্তি একটি ট্রাক ময়মনসিংহ আসার পথে সামনের চাকা ফেটে গেলে কিশোরগঞ্জগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলে একজন নিহত ও আটজন আহত হন। আহত ৮ জনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর আরো দুজন মারা যান। গুরুতর অবস্থায় অপর ৬জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে আরো দুজনের মৃত্যু হয়।
গৌরিপুরের ওসি (তদন্ত) মোরশেদুল হাসান জানান, ট্রাক-পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও ঈশ্বরগঞ্জে আরো দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গৌরীপুরের সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু হয়। অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কোচারপাড়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা রুখিনা মূর্মু (৬০) ও মেয়ে সেলিনা টুডু (২০)।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, সকালে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম