শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৩:২৬

সংবর্ধনায় গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেল ছাত্রলীগ নেতা

সংবর্ধনায় গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেল ছাত্রলীগ নেতা

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা।  চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান

রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইসমাইল রিয়াদ (২৭)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, খিলক্ষেতে চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইসমাঈল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। ট্রেনটি খুলনা থেকে ঢাকার দিকে আসছিল।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে