সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০১:৪৯:৩৩

এবার খ্রিস্টান মিশনের ফাদারকে হত্যার চেষ্টা

এবার খ্রিস্টান মিশনের ফাদারকে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক : এবার পাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ফাদার লুৎ সরকারকে (৫২) গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে তার বিমানবন্দর রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ওই বাড়ি মালিক মনিরুল ইসলাম জানান, সকালে তার ভাড়াটিয়া লুৎ সরকারের ড্রইংরুমে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামিম জানান, লুৎ সরকারের গলায় কয়েকটি সেলাই দেওয়ার পর তিনি এখন আশঙ্কামুক্ত।
 
লুৎ সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তার স্বামী খ্রিস্টান মিশনের ফাদারের দায়িত্ব পালনের পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে বাসায় প্র্যাকটিস করতেন।

প্রতিদিন সকালে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন। সকালে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) তিন যুবক বাসায় এসে ধর্মপাঠ শোনার কথা বললে তাদের ড্রইংরুমে বসতে দেন।

পরে তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক দরজা বন্ধ করে তার স্বামীর গলায় ছুরিকাঘাত করে। এতে তার চিৎকার শুনে তিনিসহ অন্যরা ঘরে প্রবেশ করলে ওই যুবক পালিয়ে যায়।
 
বাড়ির কেয়ারটেকার আজগর আলী জানান, তিনজনকে ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে অন্যরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। তাদের হাতে দেশিয় অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসেনি।

এর আগে ঢাকায় এক ইতালীয় এবং রংপুরে  এক জাপানি নাগরিককে হত্যায় সময়ও মোটর সাইকেলে চড়ে তিন যুবক এসে খুন করে পালিয়ে যায়।
 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে মোটরসাইকেল জব্দ করেছে।

পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে