সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০২:১৩:৪৯

মেডিক্যাল ভর্তিচ্ছুদের আন্দোলনের নতুন কর্মসূচি

মেডিক্যাল ভর্তিচ্ছুদের আন্দোলনের নতুন কর্মসূচি

ঢাকা : মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এনে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১২টার মধ্যে দাবি মেনে নেয়া না হলে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধর্মঘট পালন করারও আহ্বান জানানো হবে।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টিতে ভিজেই আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এরপর দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক খালেদ সায়ফুল্লাহ আন্দোলনের নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। আগামীকালও এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

এদিকে, এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারেও ৪ দফা দাবিতে একই কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বিপ্লবী ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী প্রভৃতি বামপন্থী ছাত্র সংগঠনের নেতার উপস্থিত ছিলেন। তাদের ৪ দফা দাবিগুলো হল- মেডিকেল ভর্তি ফলাফল বাতিল, পুনর্পরীক্ষা গ্রহণ, আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বিচার ও প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সারাদেশের সব মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজসমূহের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে পরদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আন্দোলন শুরু করে কয়েকজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। আন্দোলনের প্রায় ১৩ দিন অতিবাহিত হলেও এ বিষয়ে কোন ধরণের সহায়তার আশ্বাস পাননি শিক্ষার্থীরা।

পরীক্ষার ফল বাতিল করে পুনঃপরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হলেও তা আদালতে খারিজ হয়ে গেছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে