শনিবার, ০১ অক্টোবর, ২০১৬, ১০:৪৮:৪৪

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত

ঢাকা : রাজধানীর উপকণ্ঠ সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিরুলিয়ার কৃষিবিদ আবাসন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা শাহ আলমের (৪২) বাড়ি সাভার পৌরসভার মালঞ্চ এলাকায়। তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত যুবদল নেতা শাহ আলমের বিরুদ্ধে থানায় হত্যাসহ দেড় ডজন মামলা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শাহ আলমকে আটকের পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সে সময় ওৎ পেতে থাকা শাহ আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে হত্যাসহ দেড় ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে