ঢাকা : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাছ ভেঙে গাড়ি চাপা পড়েছে। একই সঙ্গে বিদ্যুতের খুটিও ভেঙে পড়েছে। সেখানে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
সোমবার দুপুরে বৃষ্টির সময় সাদা রঙের প্রাইভেট কারের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটিকে কেটে রাস্তার পাশে সরিয়ে রেখেছেন। বৈদ্যুতিক লাইনও সরানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনায় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে তেমন কিছু ঘটেনি। কিছুক্ষণ বৃষ্টির কারণে পরিস্থিতি বিপর্যস্ত ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ