শনিবার, ০১ অক্টোবর, ২০১৬, ১২:৪৮:২৯

নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি

নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি

ঢাকা : দীর্ঘদিন ধরেই আন্দোলন ও সংগ্রামে নেই বিএনপি। ঘরোয়া কর্মসূচিতেই ব্যস্ত ছিলো দলটি। তবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে একটি কর্মসূচি দিয়েছে বিএনপি।

আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী সোমবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ পালন করা হবে বলে।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হারুন অর রশিদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম প্রমুখ
১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে