ঢাকা : শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষক সমাজকে নিয়ে হাসি-ঠাট্টা, মশকরা করেছেন। তার বক্তব্য শুনে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। আল্লাহ তা’য়ালা প্রধানমন্ত্রীকে শুভবুদ্ধি দিক
তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে আমি বলেছিলাম, শিক্ষায় জাতীয় বাজেটের ১৮ থেকে ২০ শতাংশ টাকা বরাদ্দ করুন। তাহলেই শিক্ষাখাতে উন্নয়ন সম্ভব। তিনি আমাকে বলেছিলেন, আমি চেষ্টা করবো। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে, শিক্ষামন্ত্রী কোনো চেষ্টাই করেননি।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
এমাজউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় তিনি তথাকথিত একজন শিক্ষিত ব্যক্তি। তিনি কতটুকু শিক্ষা গ্রহণ করেছেন তার বক্তব্যের মধ্যেই স্পষ্ট হয়েছে। মূলত তার বক্তব্য গ্লানিকর, লজ্জাজনক ও ভুলে ভরা।
তিনি বলেন, শিক্ষকরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে না। আপনিও তাদের প্রতিদ্বন্দ্বী ভাববেন না।
এমাজউদ্দীন বলেন, পুলিশ, র্যাবসহ সব সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করুন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু আল্লাহর ওয়াস্তে শিক্ষকদের দলীয়করণ করবেন না।
বিদেশি নাগরিক হত্যার বিষয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জাতি হিসেবে আমরা বহির্বিশ্বের কাছে লজ্জিত হয়েছি। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দুই বিদেশি হত্যাকারীদের খুঁজে বের করতে বিচারপতিদের নেতৃত্বে জুডিশিয়াল কমিটি গঠন করুন।
দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি ও জামায়াতের মদদ আছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এমাজউদ্দীন বলেন, সঠিক তথ্য ছাড়া কারো ওপর দোষ চাপানো উচিত নয়।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন বাবু, আলমগীর হোসেন প্রমুখ।
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম