রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০১:০৬:৩৩

‘মানুষ মাশরাফি এতটাই বিশাল তাকে শব্দে ধারণ করা সম্ভব নয়’

‘মানুষ মাশরাফি এতটাই বিশাল তাকে শব্দে ধারণ করা সম্ভব নয়’

ইমরান এইচ সরকার : খেলার মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। এর আগে বহুবার এই দৃশ্য দেখেছে পৃথিবী। যখন অনাহুত কেউ মাঠে ঢুকে পড়ে, নিরাপত্তাকর্মীরা তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। খেলোয়াড়রাও পারতপক্ষে ভক্তের কাছে যান না।

কিন্তু আজ এক অন্যরকম দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। তারকা খেলোয়াড় এখানে ভক্তকে এড়িয়ে যান নি, সৌজন্য দেখিয়ে আলিঙ্গন করেই মুখ ফেরাননি। বরং বুকে জড়িয়ে ভক্তকে আড়াল করেছেন। এই নাহলে ক্যাপ্টেন!

ক্রিকেটার মাশরাফির অসাধারণত্ব নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু মানুষ মাশরাফি এতটাই বিশাল তাঁকে শব্দে ধারণ করা সম্ভব নয়।

ক্রিকেটার মাশরাফিকে বহুবার কুর্ণিশ করেছে বিশ্ব, মানুষ মাশরাফি, ক্যাপ্টেন মাশরাফির জন্য আজ একটা লম্বা স্যালুট।

০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে