সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৫:১২:০৬

কয়েক পরীক্ষার্থীকে পিএসসির নির্দেশ

কয়েক পরীক্ষার্থীকে পিএসসির নির্দেশ

ঢাকা : ৩৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য যোগ্য কয়েক পরীক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের সেইসব কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

ওই প্রার্থীদের আবেদনপত্র (BPSC Form-2)-এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নেই।  নির্দিষ্ট সময়ে তা জমা দেয়ার নির্দেশ দিয়েছে পিএসসি।  

আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমার বিষয়ে গত রোববার পিএসসির WWW.bpsc.gov.bd ওয়েবসাইটে ৮০.২০০.০৫১.০০.০০.০২২.০২০১৫-৮৩৮ নং প্রেস বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের পাশে উল্লিখিত কাগজপত্র আগামী ২২ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় প্রধান কার্যালয়ে পরিচালক, বিসিএস পরীক্ষার দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমা দেয়া এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে।
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে