রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৬:৩২:২১

আমাকে রিটায়ার করার সুযোগ দিলে বেশি খুশি হবো : শেখ হাসিনা

আমাকে রিটায়ার করার সুযোগ দিলে বেশি খুশি হবো : শেখ হাসিনা

নিউজ ডেস্ক : দেশের প্রাচীন ও ঐহিত্যবাহী দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার তো ৩৫ বছর হয়ে গেছে। আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হবো।

রোববার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কানাডা ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

আসছে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ৭১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা কীভাবে দলের সংস্কার করতে চান- সেই প্রশ্ন রাখেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।  

উত্তরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, কাউন্সিলর ও ডেলিগেটরা যেভাবে চাইবেন, সেভাবেই সব হবে। আমার তো ৩৫ বছর হয়ে গেছে। আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব।

এসময় তিনি আরো বলেন, আমি থাকব। দল ছেড়ে তো আমি যাচ্ছি না। যদি নতুন নেতা নির্বাচিত করা হয়, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব।

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে