রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৭:১৬:১৩

'মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি, তারা তো কাঁদবেই'

'মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি, তারা তো কাঁদবেই'

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের পরও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে। তিনি বলেছেন, দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে। মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি। তাদের পছন্দের লোকেদের বিচার হচ্ছে। তাই তারা তো কাঁদবেই।

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে রোববার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাকিস্তান মন্তব্য করছে, আমরা এর জবাব দিচ্ছি। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।’

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের নানা মন্তব্যের পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে কি না? জবাবে শেখ হাসিনা বলেন, ‘দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মতভিন্নতাও থাকতে পারে। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান শক্তি, তাই তারা তাদের পেয়ারা বান্দাদের জন্য কাঁদছে। কিন্তু আমরা তো বিচার বন্ধ করিনি। বিচার চলছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এই দুই দেশের মধ্যে সংঘাত হলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো্ এটি কাম্য নয়। এ অঞ্চলে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই।'

সার্কে দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে আলোচনার সুযোগ না থাকায় আদৌ এটি থাকার কোনও প্রয়োজন আছে কি-না— ভারত-পাকিস্তান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'সার্ক থাকবে কি থাকবে না সে বিষয়ে আমি এককভাবে কোনও কথা বলতে পারি না। এখানে আমার একক কোনও মতামত না দেওয়াই ভালো।'

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে